দীপশিখা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ। ছবি : বাংলারচিঠি ডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের দীপশিখা উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে দীপশিক্ষা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়টির জমিদাতা চিকিৎসক মো. আলী আকবর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি শাহজাহান খান, দাতা সদস্য মুক্তারুল ইসলাম, নিমাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, দীপশিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, সহকারী শিক্ষক বেনজীর আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দেশের কল্যাণ ও এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দীপশিখা উচ্চ বিদ্যালয়ের সহকারী মাওলানা শিক্ষক সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপশিখা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওছার ইসলাম।

প্রধান শিক্ষক আলমগীর কবির জানান, দীপশিখা উচ্চ বিদ্যালয় থেকে ১১৪ জন পরীক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেবে।