নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ২২ ডিসেম্বর বিকেলে বাঁশচড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগ করেছেন।
জানা গেছে, প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বাঁশচড়া ইউনিয়নের সাদুল্লা বাজার, জামিরাসহ বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেন। এ ছাড়াও তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান।
বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় জামালপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি মাওলানা কাজী মসিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।