শ্রীপুরে নৌকার প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ

মাটিখোলায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত নৌকার প্রতীকের প্রচার কেন্দ্র। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর একটি প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৬ ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিখোলা প্রচার কেন্দ্রে এ ঘটনা ঘটে। জামালপুর সদর থানা পুলিশ ১৭ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু অভিযোগ করে জানান, এ ইউনিয়নের মাটিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের নৌকা প্রতীকের একটি নির্বাচনী প্রচার কেন্দ্র রয়েছে। ১৬ ডিসেম্বর গভীর রাতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগের মাটিখোলা প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ এবং নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে পুড়িয়েছে। তারা প্রচার কেন্দ্রটির টিনের ছাপরা ঘরের ভেতরে এবং টিনের চালে খড় ছড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ১৭ ডিসেম্বর জামালপুুর সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

এদিকে মাটিখোলা এলাকায় বিএনপি প্রার্থীর একটি প্রচার কেন্দ্রের আহ্বায়ক মাইনুল হক দুদু দাবি করেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার উদ্দেশেই আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা নিজেরাই তাদের প্রচার কেন্দ্র পুড়িয়েছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘মাটিখোলা এলাকায় নৌকার প্রার্থীর প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগের বিষয়টি জানার পর উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’