ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্ত দিবস পালিত

ধানুয়া কামালপুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১১ নম্বর সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ৪ ডিসেম্বর দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে ধানুয়া কামালপুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুবুল আলম, বীর প্রতীক বশির আহমেদ, বীর প্রতীক জহুরুল হক মুন্সী, বীর প্রতীক নুর ইসলাম, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী , মুক্তিযোদ্ধা মজিবর রহমানসহ ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে ধানুুয়া কামালপুর শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ বীর উত্তম মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।