এমপি প্রার্থী মোজাফ্ফর হোসেন উদ্বোধন করলেন ছাদ ঢালাই কাজ

ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের বজরাপুর হাজিপাড়া এলাকায় নির্মাণাধীন জামালপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। ৪ ডিসেম্বর সকালে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এস এম মিজানুর রহমান, সদস্য হাজি দিদার পাশা, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুল গণি বাবলু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য দৈনিক সংবাদের সাংবাদিক সুশান্ত দেব কানু, আরটিভির সাংবাদিক সুজিত রায়, এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এস এম হালিম দুলাল, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক মো. মুখলেছুর রহমান লিখন, বৈশাখী টিভির সাংবাদিক  মো. আনোয়ার হোসেন মুক্তা, দৈনিক ডেসটিনির সাংবাদিক মো. আনোয়ার হোসেন, পল্লীকণ্ঠ প্রতিদিনের সাংবাদিক আলী আজাদ মোল্লা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad