জামালপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৯ জন

জামালপুর-৫ সদর আসনে মনোনয়নপত্র দাখিল করেন (ঘড়ির কাটার দিকে) সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা (আওয়ামী লীগ), প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন (আওয়ামী লীগ), আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি) ও সাবেক উপমন্ত্রী সিরাজুল হক (বিএনপি)। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগ থেকে ৮ জন, বিএনপি থেকে থেকে ১১ জন, জাতীয় পার্টি (এরশাদ) থেকে ৬ জন, জাতীয় পার্টি (জেপি) থেকে ১ জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে ২জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে ৩ জন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) থেকে ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে ১ জন, বিকল্পধারা বাংলাদেশ থেকে ১ জন, গণফোরাম থেকে ৩ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে ২ জন, জাকের পার্টি থেকে ২ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে ৫ জন, খেলাফত আন্দোলন থেকে ১ জন, বাংলাদেশ মুসলিম লিগ থেকে ১ জন, এবং স্বতন্ত্র থেকে ১ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।

জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ। ছবি : বাংলারচিঠি ডটকম
জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি)। ছবি : বাংলারচিঠি ডটকম
জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। তারা হলেন- সংসদ সদস্য আবুল কালাম আজাদ (আ.লীগ), নূর মোহাম্মদ (আ.লীগ), সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি) এবং তার পুত্র মো. শাহাদৎ জামান (বিএনপি), সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম (বিএনপি), সাবেক মন্ত্রী এম এ সাত্তার (জাপা-এরশাদ), মো. সিরাজুল হক (গণফোরাম) মো. জাহাঙ্গীর আলম (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. সুরুজ্জামান (ন্যাপ), মো. আব্দুল মজিদ (ইসলামি আন্দোলন বাংলাদেশ)।

জামালপুর-২ ইসলামপুর আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদ। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর-২ (ইসলামপুর) আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন- সংসদ সদস্য মো. ফরিদুল হক খান (আ.লীগ), সাবেক সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম (বিএনপি), মো. আনোয়ার হোসেন (বিএনপি) মোস্তফা আল মাহমুদ (জাপা-এরশাদ), মনজুরুল আহসান খান (সিপিবি), হাফেজ মো. মিনহাজ উদ্দিন (ইসলামি আন্দোলন বাংলাদেশ)।

জামালপুর-৩ মাদারগঞ্জ-মেলান্দহ আসনে প্রতিমন্ত্রী মির্জা আজমের মনোনয়নপত্র দাখিল করেন নেতৃবৃন্দ। ছবি : জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর-২ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। তারা হলেন- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম (আ.লীগ), মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো. বদরুদ্দোজা (বিএনপি), নঈম জাহাঙ্গীর (গণফোরাম), মো. মুনজুর আহাদ ইসলাম (জাপা-এরশাদ), শিবলুল বারী রাজু (সিপিবি), মো. আব্দুল হাকিম শান্তি (জাকের পার্টি), মো. বোরহান উদ্দিন (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. মাসুম বিল্লাহ (বিকল্পধারা বাংলাদেশ), মোতালেব হোসেন (বাংলাদেশ মুসলিম লীগ), মো. শফিকুল ইসলাম (স্বতন্ত্র)।

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠি ডটকম
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে মনোনয়নপত্র দাখিল করেন সাংবাদিক মোস্তফা বাবুল (বিএনএফ)। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন- সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান (আ.লীগ), মো. ফরিদুল কবির তালুকদার শামীম (বিএনপি), সংসদ সদস্য মোহা. মামুনুর রশিদ (জাপা-এরশাদ), মো. মুখলেছুর রহমান বস্তু (জাপা-এরশাদ), রবিউল আলম তরফদার (গণফোরাম), সাংবাদিক মোস্তফা বাবুল (বিএনএফ), আলী আকবর (ইসলামি আন্দোলন বাংলাদেশ)।

জামালপুর-৫ সদর আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি আমীর উদ্দিন। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন। সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা (আ.লীগ), প্রকৌশলী মো. মোজাফফর হোসেন (আ.লীগ), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী (আ.লীগ বিদ্রোহী), সাবেক উপমন্ত্রী সিরাজুল হক (বিএনপি), আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), কাজী মো. নজরুল ইসলাম (জাপা-এরশাদ), শেখ মো. আক্কাছ আলী (সিপিবি), অধ্যাপক আমীর উদ্দিন (জেএসডি), মো. বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো. আব্দুল করিম সরকার (বিএনএফ), সৈয়দ ইউনুছ আহাম্মেদ (ইসলামি আন্দোলন বাংলাদেশ), আল আমীন জুরহমান (বাংলাদেশ মুসলিম লিগ), মো. বেলাল উদ্দিন (খেলাফত আন্দোলন), মো. নজরুল ইসলাম আকন্দ (জাকের পার্টি)।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আহমেদ কবীর সারা জেলায় ৪৯ জন মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংশোধিত তথ্য : ২৯ নভেম্বর সকালে জামালপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তালিকা থেকে সংগৃহিত)