অটোরিকশার ধাক্কায় ট্রাকচালক নিহত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সিলেটে ১৭ নভেম্বর ভোরে লক্কাতুড়া চা বাগান এলাকায় অটোরিকশার ধাক্কায় এক ট্রাকচালক মারা গেছেন।

নিহত ইমাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার আদর্শ গ্রারমে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, চা খাওয়ার জন্য ভোরে ওই চালক ট্রাক থামিয়ে নামতে গেলে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হয়। লাশের ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad