নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুরে ৩০ অক্টোবর অভিযান চালিয়ে দুই লাইব্রেরি মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ গাইড ও নোটবই বিক্রির দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের দলটি শহরের গেইটপাড় এলাকায় লাইব্রেরিগুলোতে অভিযান চালান। এ সময় ৫ম শ্রেণি ও জেএসসি পরীক্ষার গাইড ও নোটবই বিক্রির দায়ে সোমা লাইব্রেরি ও মেসার্স রোহী লাইবেরির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
১৯৮০ সালের নোটবই নিষিদ্ধকরণ আইনের ৩ ও ৪ ধারায় তাদের এ জরিমানা করা হয়। জামালপুর জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক নাহিদা আক্তার ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।