বকশীগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভুইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন প্রমুখ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের আনুষ্ঠানিকতায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।