সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের জামালপুর-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালসহ পাঁচজন সংসদ সদস্যকে সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত করা হয়েছে।
অন্য সংসদ সদস্যরা হলেন এ বি তাজুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, ফখরুল ইমাম ও সেলিনা জাহান লিটা।
২১ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পাঁচজন প্যানেল স্পিকারের নাম ঘোষণা করেন তিনি। সংসদের এ অধিবেশন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত ।
সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্যানেল স্পিকার হওয়ায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।