বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দোকতাই এলাকায় ১৯ অক্টোবর সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।খবর ডেইলি বাংলাদেশের।
নিহতরা হলো উপজেলার শহীদপাড়া এলাকার অরুন মীরের মেয়ে ফারজানা ইভা ও দেবীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার মেয়ে নিপা। ফারজানা সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও নিপা দেবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শেণির শিক্ষার্থী।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সকালে ইভা ও নিপাসহ রকি মোটরসাইকেলে করে শহীদপাড়ায় যাচ্ছিল। এসময় রাস্তায় দোকতাই এলাকায় সিমেন্টের পিলার বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ইভা ও নিপার মৃত্যু হয়।এ ঘটনায় আহত হয় রকি। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় অভিযোগ দিলে মামলা করা হবে।