জামালপুরে চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

শিক্ষক নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবীর উদ্দিনের কাছে স্মারকলিপি দেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখা। ১৫ অক্টোবর দুপুরে ঐক্যজোটের নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কবীর উদ্দিনের কাছে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে তারা সরকারি কর্মচারীদের ন্যায় শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া প্রদান এবং ননএমপিওভুক্ত স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবি জানান।

এ সময় জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মো. নওশের আলী, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক সালেহীন মাসুদ, শিক্ষক শামীম হোসেন ও মো. আব্দুল্লাহসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad