ইসলামপুরে সংসদ সদস্য ফরিদুল হক খানের উঠান বৈঠক
সাহিদুর রহমান, ইসলামপুর॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রাম পর্যায়ে তুলে ধরার লক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নে উঠান বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৪ অক্টোবর বিকেলে স্থানীয় টাবুরচর আয়শা সিদ্দিকিয়া মাদরাসা মাঠে আয়োজিত উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বাক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।