বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
নাটোর সদর উপজেলায় খায়রুন্নাহার নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ভোরে সদর উপজেলার চর-লক্ষিকোল গ্রামে এঘটনা ঘটে। পরে দুপুরে খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে নাটোর মর্গে পাঠায় পুলিশ। নিহত খায়রুন্নাহার একই এলাকার মৃত এহসান মাস্টারের স্ত্রী।
জানা গেছে, সম্প্রতি হজ পালন শেষে দেশে ফিরেন চর-লক্ষিকোলে নিজ বাড়িতে দুই ছেলের পলাশ ও লিটনের সঙ্গে বসবাস করেন খায়রুন্নাহার। তার বড় ছেলে খাইরুল ইসলাম টিটু আলাদা ভাবে বাস করেন। ঘটনার দিন রাতে লিটন ও তার স্ত্রী শশুর বাড়িতে ছিলেন। ২৮ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে ছোট ছেলে পলাশ ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। এদিকে গভীর রাতে একদল দুর্বৃত্ত পলাশের ঘরের শিকল বাইরে থেকে আটকে দিয়ে খায়রুন্নাহারের ঘরে ঢুকে এবং ঘরের দামি জিনিসপত্র লুট করে নিয়ে যেতে চেষ্টা করে। এসময় খায়রুন্নাহার চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
সূত্র : ইত্তেফাক