জামালপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, বিএনপির মঞ্চ ভাংচুর
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড এবং ওয়ার্ড বিএনপির সম্মেলনের মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটেছে। ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে সেখানে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে এসব ঘটনায় ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
জানা গেছে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন উপলক্ষে ১৪ সেপ্টেম্বর সকালে স্থানীয় কুটামনি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে একটি মঞ্চ করা হয়। ওইদিনই স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ একই স্থানে দলীয় জরুরি সভা আয়োজনের ঘোষণা দেয়। এ নিয়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সদর থানা পুলিশ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সভার তারিখ পেছানোর কথা বললে বিএনপি ১৮ সেপ্টেম্বর সেখানে সম্মেলন আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু আওয়ামী লীগ তাদের ১৪ সেপ্টেম্বরের জরুরি সভা করেনি। এর একদিন পর ১৫ সেপ্টেম্বর রাত ১২টার দিকে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর বিএনপির মঞ্চটিও ভাংচুরের ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে কেন্দুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম কালু তাদের কার্যালয়ে আগুন দেওয়ার জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে বাংলার চিঠি ডটকমকে বলেন, ১৪ সেপ্টেম্বর আমরা এক জরুরি সভা করার জন্য লিখিতভাবে কুটামনি উচ্চ বিদ্যালয়ের মাঠ চেয়ে আবেদন করি। কিন্তু ওই স্থানে বিএনপির অনুষ্ঠানের মঞ্চ থাকায় আমরা অনুষ্ঠান করতে পারিনি। ১৫ সেপ্টেম্বর রাতে বিএনপি নেতা-কর্মীরা আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
অপরদিকে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজু মিয়া তাদের মঞ্চ ভাংচুরের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করে বাংলার চিঠি ডটকমকে বলেন, আমরা পুলিশ প্রশাসনের কথামতো ১৮ সেপ্টেম্বর সম্মেলনের ঘোষণা দিয়েছিলাম। ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগও সেখানে সভা করেনি। কিন্তু এর একদিন পর ১৫ সেপ্টেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদেরকে হয়রানি করার উদ্দেশেই তাদের নিজেদের কার্যালয়ে নিজেরাই আগুন দিয়েছে। এরপর তারা আমাদের মঞ্চটিও ভাংচুর করেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ১৬ সেপ্টেম্বর এসব ঘটনা প্রসঙ্গে বাংলার চিঠি ডটকমকে বলেন, কেন্দুয়া ইউনিয়নের কুটামনি এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড ও বিএনপির মঞ্চ ভাংচুরের ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘যোগাযোগকে’ প্রাধান্য দিচ্ছে ভারত
- নিউজিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- গবেষণা ও বিজ্ঞানের বিবর্তন দেশের উন্নয়নে অপরিহার্য : প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই
- বকশীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম ও সনদ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত
- বকশীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিন বিতরণ
- ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
- দোয়া ও কোরআনের বরকতে মহামারি থেকে রক্ষা করেছেন আল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী
- সংগীতশিল্পী জানে আলম আর নেই
- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : প্রধানমন্ত্রী
- বাংলাদেশ এবছর কোভ্যাক্স থেকে ৭ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন পাচ্ছে
- দেশে ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু, সুস্থ ৯৩৬
- বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: প্রধানমন্ত্রী
- বকশীগঞ্জে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত