জামালপুরে গাঁজাসহ আটক এক নারীর এক বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের পুগলই গ্রামে গাঁজাসহ আটক করে সখিনা বেগম (৫০) নামের এক নারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ১০ সেপ্টেম্বর সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ১০ সেপ্টেম্বর সকালে সদরের তিতপল্লা ইউনিয়নের পুগলই গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় ওই গ্রামের ইউনুছ আলীর স্ত্রী সখিনা বেগমকে ১৯০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৭(ক) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ আদেশের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।