ইসলামপুরে বন্যা সহনীয় ল্যাট্রিন ও হাইজিন কিট বিতরণ

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফের সহযোগিতায় উপজেলার বন্যাপ্রবণ সাতটি ইউনিয়নে বন্যা সহনীয় ল্যাট্রিন ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে ইসলামপুর উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও হাইজিন কিট বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির সোহেল, ময়মনসিংহ অঞ্চল ইউনিসেফের ওয়াশ অফিসার ফিরোজ আলম, জাইকা প্রতিনিধি মিজানুর রহমান ও ইসলামপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান।
বক্তারা বলেন, এ হাইজিন কিটের মাধ্যমে বন্যাপ্রবণ ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা, কুলকান্দিসহ সাতটি ইউনিয়নের ২৫০টি পরিবার বন্যাকালীন স্যানিটেশন সুবিধা নিশ্চিত হবে।