বকশীগঞ্জে জমি আছে ঘর নাই প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত যার জমি আছে তার জন্য গৃহ নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

১৮ আগস্ট নিলক্ষিয়া ইউনিয়নে ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক।

পরিদর্শন শেষে তারা প্রকল্পটির কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ, বকশীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ৪৮৪টি গৃহ নির্মাণ করা হবে। ইতোমধ্যে ঘর নির্মাণ কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।