বকশীগঞ্জের মৃধাপাড়ায় ইটভাটা নির্মাণ স্থগিত, ১৫ হাজার টাকা জরিমানা

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে নির্মাণাধীন সেই ইটভাটার মালিককে ১৫ হাজার টাকা জরিমানাসহ ইটভাটার নির্মাণ কাজ স্থগিত রাখার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ আগস্ট সকালে স্থানীয় হাফিজুর রহমানের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক।

জানা গেছে, ইটভাটা স্থাপন আইনের কোনো তোয়াক্কা না করেই নিলাখিয়া ইউনিয়নের ইটভাটা ব্যবসায়ী হাফিজুর রহমান এলাকার কৃষিজমিতে ইটভাটা স্থাপন করছিলেন। কৃষিজমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে স্থানীয় কৃষকসহ গ্রামবাসী ১৪ আগস্ট দুপুরে নির্মাণাধীন ওই ইটভাটা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিসহ ইটভাটার মালিকের শাস্তির দাবি জানান।

জনদাবির প্রেক্ষিতে বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মৃধাপাড়ায় নির্মাণাধীন ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিনা অনুমতিতে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের প্রমাণ পান। এ সময় ইটভাটার মালিক হাফিজুর রহমান বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় ইটভাটা মালিক হাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরবর্তীতে বৈধভাবে ইটভাটা স্থাপনের জন্য অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটার সকল কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। এ সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক বাংলার চিঠি ডটকমকে বলেন, ইটভাটা স্থাপনের জন্য ভাটার মালিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আইন লঙ্ঘন করায় তাকে জরিমানার পাশাপাশি অনুমোদনের বৈধ কাগজপত্র না দেখানো পর্যন্ত ইটভাটার কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।