বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বিশ্বকাপ শেষে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দিতে নেইমার এখন চীনে। আর সেখানে উষ্ণ অভ্যর্থনাই পেলেন ব্রাজিলিয়ান সেনসেশন।
৪ আগস্ট ফরাসী সুপার কাপে চীনের শিংজেনে পিএসজি মুখোমুখি হবে মোনাকোর। আর এই ম্যাচটি খেলতেই আজ চীনে পৌঁছেছেন নেইমার। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই ফুটবলার হলুদ রঙয়ের একটি হুডি পরে বিমানবন্দরে নামেন। খবর চাউর হতে সময় লাগেনি। হাজার হাজার সমর্থক এ সময় নেইমারকে অভ্যর্থনা জানাতে অবস্থান নেয়। নেইমারও তাদের হতাশ করেননি। অটোগ্রাফ দিয়েছেন বেশ হাসিমুখেই।
বিশ্বকাপের আগে পায়ের ইনজুরিতে পড়ে পিএসজি ক্যাম্প থেকে দূরে ছিলেন। অবশেষে প্রায় ৫মাস পর আবারো পিএসজিতে যোগ দিচ্ছেন নেইমার।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম