
এম ইউ শাকিল, জামালপুর ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা ছাত্রদল। ২২ জুলাই দুপুরে শহরের শহীদ হারুন সড়কে সরকারি গণগ্রন্থাগারের সামনে থেকে এ মিছিল বের হয়।
জেলা ছাত্রদলের সহসভাপতি মোশারফ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কথাকলি মার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোশারফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, যুগ্মসম্পাদক তৌহিদ নসরুল্লাহ, মাকসুদুর রহমান নবীন প্রমুখ।
সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি হাতে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।