নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মনি (২) ও মুক্তা (২) নামে জমজ মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ জুন দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জমজ শিশু ওই গ্রামের কৃষক মো. জোয়াদ্দারের মেয়ে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুই বোন মনি ও মুক্তা ১৯ জুলাই দুপুর দুটার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করার এক পর্যায়ে দু’জনই নিখোঁজ হয়। স্বজনরা তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল চারটার দিকে বাড়ির পেছনের পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে। জমজ শিশুর মৃত্যুতে তাদের পরিবারে এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাশ দুটি দেখতে ওই বাড়িতে অনেক লোক ভিড় করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘পুকুরে ডুবে মৃত জমজ শিশু মারা যাওয়ার খবর শুনে ওই বাড়িতে খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুটি লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’