বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার। ১৮ জুলাই দুপুর ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাজ্জাক মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক এ এইচ লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি ও সাংবাদিক আফজাল শরীফ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বকশীগঞ্জ উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৩ হাজার মেট্রিক টন। কিন্তু মাছের উৎপাদন হচ্ছে ২ হাজার ৮২২ মেট্রিক টন। অর্থাৎ মাছের ঘাটতি রয়েছে ১৭৮ মেট্রিক টন। আগামী মওসুমে সকলের সহযোগিতায় এ ঘাটতি পূরণ করা সম্ভব বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *