
নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
সমাজ থেকে শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে বর্তমান সরকারে অন্যতম অঙ্গীকার শিশুদের সর্বোত্তম সুরক্ষা ও অধিকার বাস্তবায়নের অন্যতম কৌশল হিসেবে প্রতিটি জেলায় শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। ১৫ জুলাই জামালপুরে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আহমেদ কবীর।
সভায় কমিটি গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বক্তব্য রাখেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপমহাপরিদর্শক চিকিৎসক মোস্তাফিজুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট সংস্কৃতিকর্মী সাযযাদ আনসারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বাশির উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলসহ জেলায় কর্মরত সরকারি বিভাগের প্রধানগণ।
সভাসূত্র জানায়, জামালপুরে ইটভাটা, অটোমোবাইল ওয়ার্কশপ, পরিবহন সেক্টর, বিষ্কুট ফ্যাক্টরি ও বেকারি, ওয়ার্কশপ, লেদমেশিন, বিড়ি কারখানা, ষ্টিলের আসবাবপত্র, গাড়ি, লৌহজাত আসবাবপত্রে রংকরণ, চামড়ার জুতা তৈরি জুয়েলারি ও ইমিটেশন অলংক্ার তৈরি কারখানা, কসাই এর কাজ ও ববিন ফ্যাক্টরিতে মোট ৭৮৬ জন শিশু ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছে।
এসব র্ঝঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের রক্ষা এবং তাদের পুনর্বাসন করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রৈমাসিক সভা করার সরকারি নির্দেশনা থাকলেও জামালপুরে শিশুদের স্বার্থে প্রয়োজনে প্রতিমাসে সভা করা হবে বলে জেলা প্রশাসক আহমেদ কবীর উল্লেখ করেন।