সংবিধান মতে আমরা সবাই কর্মচারী, জনগণের চাকর : ভূমি সচিব মাকছুদুর রহমান

কর্মচারীদের উদ্দেশে বক্তব্য রাখেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, ‘সংবিধান মতে আমরা সবাই কর্মচারী। কেউই কর্মকর্তা নই। আমরা সবাই দেশের মালিক জনগণেরই চাকর। তাই সংবিধানকে মান্য করা, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা, জাতীয় সম্পদ রক্ষা করা এবং সব সময় জনগণের সেবা করার চেষ্টা করাই প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক কর্মচারীর কর্তব্য।’

জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তম চর্চা বিষয়ক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৯ নভেম্বর সন্ধ্যায় জামালপুর শহরের বেলটিয়ায় লুইস ভিলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ভূমি সচিব আরো বলেন, ‘আমি অনেক টাকা বেতন পাই। তাতে কি। আমি নিজেকে জনগণের চাকর (পাবলিক সার্ভেন্ট) গর্ব করেই বলি। বঙ্গবন্ধু দীর্ঘদিন জেল খেটেছেন কেবল মানুষকে ভালোবাসার জন্যই। বঙ্গবন্ধু কখনোই দেশের মানুষের সাথে বেঈমানী করেন নাই। তিনি কোনো দুর্নীতি করেন নাই। আজকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই এ দেশের মানুষের আর্থিক অবস্থা অনেক ওপরে চলে গেছে। তিনি সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।’

দুর্নীতি প্রসঙ্গে তিনি ভূমি বিভাগের কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘ওপর মহলের খরচের কথা বলে অনেক দুর্নীতি হয়েছে। ওপর মহলকে আর কতক্ষণ বিক্রি করবেন। সবাইকে মরতে হবে। দুর্নীতি থেকে দূরে থেকে এবার দেশের জন্য কিছু দিবেন। অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন সরতে হবে। মানুষের জন্য কাজ করেন। তাদেরকে সেবা দিতে কোনোরূপ হয়রানি চলবে না।’

সেমিনারের দুর্নীতিবিরোধী শপথ করান ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়াও ভূমি সচিব ভূমি ব্যবস্থাপনায় বর্তমান সরকারের গৃহিত নানামুখী উন্নয়ন কার্যক্রম তুলে ধরে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চার মাধ্যমে দেশের জনগণের সেবা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পরে তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথ করান।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী ফকির, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর সেলিম, জামালপুর চেম্বারের সহসভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ। এতে জেলা প্রশাসনের ভূমি বিভাগের সর্বস্তরের কর্মচারীরা অংশ নেন।