ইসলামপুরে পূজা মন্ডপে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে অর্থ ও বস্ত্র তুলে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পূজা মন্ডপে নগদ অর্থ ও দরিদ্র হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল উপজেলার ১৯টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে অর্থ ও বস্ত্র তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী এস এম জামান আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের চার্লেস চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, যুগ্ম সম্পাদক শিক্ষানুরাগী উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মদ, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, সাধারণ সম্পাদক অংকন কর্মকার, পূজা উদযাপন কমিটির সভাপতি অমূল্য রতন পাল, সাধারণ সম্পাদক হিমাংশু চন্দ্র গৌর বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার হিন্দু সম্প্রাদয়ের সকল নেতৃবৃন্দ, সুধী, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।