উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ : দেওয়ানগঞ্জে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনলাইনে

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সূচি অনুযায়ী দ্বিতীয় ধাপে ২১ মে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স ।

২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, মহিলা আওয়ামী লীগের নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাকিরুজ্জামান রাখাল ও চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। তারা হলেন মো. উসমান গণি, মো. আরিফ খাঁন, মো. তৌকির হাসান, শরীফ মোহাম্মদ শাহারিয়া, মো. দুলাল হোসেন, মো. মুছলিম উদ্দিন (মন্টু), মো. ফারুক হোসেন, শফিকুল ইসলাম, মো. আছলাম হোসেন, নূর ছালাম, মো. আব্দুল মমিন (লাল মিয়া) ও মো. মনছের আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন। তারা হলেন মোছা রোকসানা আকতার, মোছা. মরিয়ম বেগম, মিরা আক্তার, মোছা. রশিদা বেগম, মুন্নি আক্তার, মোছা. সোনাভান ও মোছা. মাজেদা।

এই উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল।