৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : জামালপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হলো ফরিদপুর জেলা দল

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন রুপন নন্দী। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (টায়ার-১) টুর্নামেন্টের চারদলের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে জামালপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা দল। ১০ টুর্নামেন্টের শেষ ম্যাচে ঠাকুরগাঁওকে ৮ উইকেটে হারিয়েছে দিনাজপুর জেলা ক্রিকেট দল। এরই মধ্য দিয়ে জামালপুর ভেন্যুর ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আসর সমাপ্ত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ওয়ান ডে ম্যাচের আসর শুরু হয়েছিল ৩ মার্চ

১০ মার্চ শেষ ম্যাচের টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন দিনাজপুর জেলা দলের অধিনায়ক জাভেদ। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক সাহিদের ঠাকুরগাঁও জেলা দল। তারা ৩৩.৫ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে ১০৪ রান করে। (মেঘ ১৮, সোহাগ ১৭, রিফাত ১৪*, স্বজন ১২, ঘোষ ১০, রুপন নন্দী ৩/৩০, জাভেদ ২/৭, লিয়ন ২/৬, সেলিম ২/২৬, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ৮)।

দ্বিতীয় ইনিংসে ১০৫ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে দিনাজপুর জেলা দল। মাত্র ১৭.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় দিনাজপুর জেলা দল। তারা করেছে ১০৯ রান। (রেজা ৬৭*, রুপন নন্দী ২৪, আইনুল ১১, ইকবাল ১/২৮, স্বজন ১/৩৫, বোলাররা অতিরিক্ত রান দিয়েছেন ৮)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দিনাজপুর জেলা দলের অল রাউন্ডার রুপন নন্দী। ম্যাচ আম্পায়ার ছিলেন আশরাফ আহমেদ টিপু ও হাফিজুর রহমান টিপু।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা রুপন নন্দীর হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা।

ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা এ প্রতিবেদককে জানান, বিসিবি’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (টায়ার-১) টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে অংশ নেয় ফরিদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বান্দরবান জেলা ক্রিকেট দল। টুর্নামেন্টের চারদলের মধ্যে তিনটি ম্যাচ জয়ী হয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে জামালপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা দল।

আরও পড়তে পারেন :
৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : সাতক্ষীরায় লক্ষ্মীপুরকে ৭ উইকেটে হারিয়েছে জামালপুর