জামালপুরে কাব্যকথার বনভোজন

কাব্যকথার বনভোজনে অতিথি ও অভিভাবকদের সাথে শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শিশুদের নির্মল বিনোদন এবং আনন্দ দিতে জামালপুরের অন্যতম আবৃত্তি সংগঠন কাব্যকথা শিক্ষার্থীদের নিয়ে বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

শিশুদের পরিবেশনা।

৯ মার্চ উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে অনুষ্ঠিত বনভোজনে শিশুদের মাঝে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন কাব্যকথার পরিচালক রবিউল ইসলাম রাসেল, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মুসলেমিন।

শিশুদের পরিবেশনা।

দিনব্যাপী শিশুরা মনোজ্ঞ আবৃত্তি, গান, অভিনয়, খেলাধুলা করে মাতিয়ে রাখে অনুষ্ঠানস্থল। শিশুদের কোলাহলে মুখরিত হয়ে উঠে চাইল্ড সিটির সবুজ প্রাঙ্গণ।

বনভোজনে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। নৈসর্গিক পরিবেশে সবাই ভীষণ আনন্দ উপভোগ করার কথা জানান এ প্রতিবেদককে।