বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বই উৎসব

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জের স্বনামধন্য রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শাখার ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

১ জানুয়ারি দুপুর ১২টায় রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম।

কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল। প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মাহবুব নিলয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সরকারি কেইউ কলেজের প্রভাষক রবিউল ইসলাম, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, অভিভাবক ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য মনিরুজ্জামান লিমন, ব্যবসায়ী সুনীল সরকার শিক্ষক ইজাজ আহমেদ প্রমুখ।

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের পর বই উৎসব উপলক্ষে ৫৭৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।