সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

সাংবাদিকরা তাদের ক্যামেরা এবং টিভির বুম মাটিতে রেখে প্রতিবাদ জানান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন, গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি ও জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুরে জেলা প্রেসক্লাব।

১৯ মে দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রোজিনা ইসলামকে নির্যাতনের সাথে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির দাবির পাশাপাশি অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সমবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, মানবাধিকার কমিশন জামালপুরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উদীচী জামালপুর সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির শোয়েব হোসেন, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, দিনকালের মুকুল রানা, ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি শাহ্ জামাল, ইত্তেফাকের মাদারগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জল, মোহনা টিভির উসমান হারুনী, বিজয় টিভির জুয়েল রানা, কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, বাংলা টিভির কাউছার আহমেদ, আজকের জামালপুরের জাকিউল ইসলাম খান টিপু প্রমুখ।

এ সময় প্রতিবাদ সমাবেশে জামালপুরে কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তাদের ক্যামেরা এবং টিভির বুম মাটিতে রেখে প্রতিবাদ জানান।