সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি।

১৯ মে বিকেলে মেলান্দহ রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাষ্ট জামালপুর জেলার সভাপতি ও ভাবকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ইউনিটির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম শেখ ফরিদ (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো. মুত্তাছিম বিল্লাহ (আজকালের খবর), অর্থ সম্পাদক জিল্লুর রহমান রতন (প্রতিদিনের সংবাদ), প্রচার সম্পাদক ছামিউল ইসলাম (সংবাদ), দপ্তর সম্পাদক জাহিদ হাসান (আমাদের নতুন সময়), সোনার বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো. হাতেম আলী প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নয়ন হাসান (ময়মনসিংহ প্রতিদিন), ইমরান মাহমুদ (আমার সংবাদ), নাহিদ হাসান (ডব্লিউ এস বি নিউজ)।