জামালপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত

বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লীরা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অনেক স্থানে হিট স্ট্রোক করে মারা যাওয়ার খবরও শোনা যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় জামালপুরে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

২৬ এপ্রিল জুম্মার পর শহরের কাচারীপাড়া ঈদগাহ মাঠে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার যুবকরা বিশেষ নামাজে অংশ নেন। নামাজ শেষে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর কাচারীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা নজরুল ইসলাম ইসতিসকার নামাজের ইমামতি করেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, আমাদের গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে। তাই আমরা আজ এই রোদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সালাতুল ইসতিসকার