বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালগাছচারা রোপণ

তালগাছচারা রোপণের উদ্বোধন করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুুল আলম বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০১৮-২০১৯ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বজ্রপাত রোধ করা ও পরিবেশ সংরক্ষণ করার লক্ষ্যে তালগাছের চারা রোপণ করা হয়েছে। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২২ অক্টোবর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সড়কের দু’পাশে ২০০ তালগাছের চারা রোপণ করা হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুুল আলম বাবু তালগাছচারা রোপণের উদ্বোধন করেন। এ সময় ইউপি সচিব শরিয়তুজ্জামান, ইউপি সদস্য সবুজ মিয়া, ইউপি সদস্য এরশাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালগাছের চারা রোপণ প্রসঙ্গে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, দুর্যোগ থেকে রক্ষা পেতে সরকারের উদ্যোগে আমরা তালগাছচারা রোপণ কার্যক্রম বাস্তবায়ন করছি।