বকশীগঞ্জে গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

গ্রেড বাস্তবায়নের দাবিতে বকশীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতি বকশীগঞ্জ শাখার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান ছোটন , প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আ ন ম বজলুর রশিদ, শিক্ষক প্রনব কুমার সেন , আবদুল হালিম, ইসমাইল হোসেন, গাজী আলী আকবর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষকদের দাবি দাওয়া মেনে নিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর প্রতি আহবান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা। মানববন্ধনে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।