দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ দুপুরে ডি কে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিগপাইতের ধরণী কান্ত উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এস এম জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুক্তার আলী, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোহসিনুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক মো. নাছির উদ্দিন।

অনুষ্ঠানে দিগপাইত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আক্তারুজ্জামান, জেলা-শহর-উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।