সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর জেলা কমিটির সভা

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর জেলা কমিটির সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সাপ্তাহিক কালাকাল পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওবায়দুল্লাহ সুজা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা কমিটির নির্বাহী সদস্য আজিজুর রহমান ডল, যুগ্মসম্পাদক হাবিবুর রহমান সেলিম, মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ বজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী কামরুল হাসান জ্যোতি, গবেষণা ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর সেলিম, যুব বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান মল্লিক তুষার, নির্বাহী সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ। সভা সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

সভায় আগামী ২৬ জানুয়ারি ফোরামের পক্ষ থেকে জামালপুরের পাঁচটি আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর শহর কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। অধ্যাপক সুরুজ্জামানকে আহবায়ক করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ শহর কমিটি গঠনের আহবান জানানো হয়।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ এর পক্ষ থেকে আসছে ফেব্রুয়ারি মাসে বনভোজনের প্রস্তাব উঠলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় সম্প্রতি জামালপুর পৌরসভাধীন ধর্ষণচেষ্টার শিকার শিশুর সুস্থতা কামনা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মুক্তিযদ্ধের চেতনা পরিপন্থি প্রতিটি কর্মকান্ড প্রতিহত করার ঘোষণা দেন ফোরামের প্রতিটি সদস্য।