সরিষাবাড়ীতে আমন চাল সংগ্রহ শুরু

ফিতা কেটে আমন চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্য গুদামে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। ১৩ ডিসেম্বর দুপুর একটায় খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে সরিষাবাড়ীতে সরকারিভাবে ১ হাজার ৬৭২ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ১ ডিসেম্বর সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। এ সংগ্রহ অভিযান ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার সরকার নির্ধারিত মূল্য ৩৬ টাকা কেজি দরে উপজেলার তালিকাভুক্ত ৫৩টি চাতাল মিল মালিকের কাছ থেকে সরাসরি চাল ক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা শহিদুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, গুদাম কর্মকর্তা বাবুল মিয়া, সহকারী কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী উপ-খাদ্য পরিদর্শক আফরোজা আক্তার ও চাতাল মিল মালিক মতিয়ার রহমান, মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।