সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ১ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ভারতকে পরাজিত করে বাংলাদেশের যুবারা।

এই জয়ের ফলে ৩ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান।

১ নভেম্বর নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে নিস্পত্তি হয় ফলাফল। ম্যাচের ১৭তম মিনিটে হার্স সাইলেশের গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু ইনজুরি টাইমে (৯০+৩) পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফিরিয়ে আনেন আশিকুর রহমান। গোলরক্ষক মেহেদি হাসান টাব্রেকারে ভারতীয়দের দুটি শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে ফাইনালে পৌঁছে দেন।

উল্লেখ, গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ গোলে এবং স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশের বালকরা।
সূত্র : বাসস