সরিষাবাড়ীতে বিজয় ফুল উৎসব

কাগজ দিয়ে বিজয় ফুল বানায় শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিজয় ফুল উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি বঙ্গবন্ধু কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিজয় ফুল উৎসবে অংশ নেয়। প্রতিযোগীরা বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রতিযোগিতা করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠি ডটকম

এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার, জেলা পরিষদের সদস্য শাহেদা পারভীন, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধায়ক রহুল আমিন বেগ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিজয় ফুল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।