বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে যোগ দিলেন ৩৬তম বিসিএসের ছয় কর্মকর্তা

অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর সাথে নতুন যোগ দেওয়া ছয়জন প্রভাষক। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয় কর্মকর্তা।

তারা ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কলেজে যোগদান করেন। এর আগে তারা ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

যোগদান করা কর্মকর্তারা হলেন মো. সাইফুল ইসলাম প্রভাষক (অর্থনীতি), মো. ফজলে আমিন প্রভাষক (দর্শন), হাবিবুর রহমান প্রভাষক (পদার্থ বিজ্ঞান), সাদ্দাম মোর্শেদ তালুকদার প্রভাষক (পদার্থ বিজ্ঞান), মমিনুল ইসলাম প্রভাষক (রসায়ন বিজ্ঞান) ও সাঈদ আসাদুল্লাহ প্রভাষক ( ব্যবস্থাপনা)।

কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক রবিউল ইসলামসহ সকল প্রভাষক ও প্রদর্শক তাদেরকে বরণ করে নেন।

৩৬তম ক্যাডারদের যোগদানে এই কলেজের শিক্ষার আরো মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি এই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষকসহ বেশির ভাগ পদে শিক্ষকের পদ শূন্য ছিল।

অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর ঐকান্তিক চেষ্টার কারণে ছয় প্রভাষকের পদায়ন সম্ভব হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।