ইসলামপুর শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কার্যালয় উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় পূর্বাঞ্চলীয় স্কুল,কলেজ, মাদরাসা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট বিকেলে ইসলামপুর লুইস মার্কেটের দ্বিতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

ইসলামপুর পূর্বাঞ্চলীয় শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভারচর দারুসুন্নাত দাখিল মাদরাসার সুপার ও কমিটির উপদেষ্টা মোশারফ হোসেন, বেনোয়ারচর এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল ডিগ্রিচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, পুড়ারচর আব্দুস ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মহলগিরি সরকার পাড়া দাখিল মাদ্রাসার সুপার তোফাজ্জল হোসেন ও কড়ইতলা ইসলামীয় দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন, সভারচর বি এম কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, শিক্ষক নূর ইসলাম, আলকাস হোসেন, আব্দুল খালেক, শাহনেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটি’র সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

এ সময় বক্তারা বর্তমান সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূখী কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার আলো প্রসারে সংগঠনের মাধ্যমে শিক্ষকদের সুখে দু:খে ঐক্য থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে পূর্বাঞ্চরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিও হয়নি; মাননীয় সংসদ সদস্যের সেসব প্রতিষ্ঠান এমপিও করার সু-দৃষ্টি কামনা করেন।