জামালপুরে শিশুদের সর্বোত্তম সুরক্ষা, পুষ্টি, স্বাস্থ্য, ওয়াস ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নে শর্তসাপেক্ষে বিকাশের মাধ্যমে অনুদানের অর্থ হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র শেওলা কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের সর্বোত্তম সুরক্ষা, পুষ্টি, স্বাস্থ্য, ওয়াস ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নে শর্তসাপেক্ষে অর্থ হস্তান্তর করে এই কার্যক্রমের শুভ উদ্বোধন এবং বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী। এদিন জামালপুর পৌরসভার ৯৫ জন এবং শরিফপুর ইউনিয়নের ৫৪ জনসহ মোট ১৪৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা বিতরণ করা হয়। প্রতি পরিবারকে অনুদান দেওয়া হয় ১৮ হাজার টাকা করে।
ইউএনও জিন্নাত শহীদ পিংকী জামালপুর এরিয়া প্রোগ্রামের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এবং স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ ধরনের লাগসই কার্যক্রম ভূমিকা রাখবে।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন জামালপুরের এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন, রামনগর নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।
জানা যায়, ছাগল পালন, হাঁস-মুরগি পালান, নকশিকাঁথার ব্যবসা ও ক্ষুদ্র ব্যবসার কাজে এ টাকা ব্যয় করা হবে। আয়বৃদ্ধিমূলক কাজের লভ্যাংশ থেকে শিশুর সুরক্ষা বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস কাজে ব্যয় করা হবে। প্রাপ্ত টাকা ১০ দিনের মধ্যে পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ীক কাজে ব্যয় করা, অন্য কারও হাতে টাকা হস্তান্তর না করা, পরিবারে কারও বাল্যবিয়ে না দেওয়া, প্রকল্পের বিধি-বিধান মেনে চলাসহ বিভিন্ন শর্তারোপের মাধ্যমে টাকা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম-এপির আওতায় কর্ম এলাকার বাসিন্দা ১৪৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে টাকা বিতরণ করা হয়। এর আগে আরও ১৫১ জন পরিবারের মাঝে ৪৫৩টি ছাগল বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : জামালপুর, বাংলারচিঠিডটকম 









