বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পৌর এলাকার ২৬ জন বীরমুক্তিযোদ্ধাকে ২৭ মার্চ রাতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা পরিমল সাহা, সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধারা বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তায় তাদের নামে নামকরণের দাবি জানান।