ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে ফিরে পেয়ে খুশি মা মালেহা প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা চর্চায় মির্জা সাহেব ও তার ‘সাপ্তাহিক তওফিক’ বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার : জয়নুল আবদীন ফারুক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার ১৬০ বছরের ইতিহাসে পুলিশ এত বিপর্যয়ের মুখোমুখি হয়নি : পুলিশ সুপার রফিকুল ইসলাম হাটচন্দ্রায় মাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ইসলামপুরে এক মাদরাসা শিক্ষক বহিষ্কার গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে : রিজওয়ানা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু, ট্রাম্পের না

বিএনপি কার্যালয় প্রসঙ্গে সাবেক উপমন্ত্রী সিরাজুল হকের সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় অফিসে অভিযোগ করায় এবং তাকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। ৭ এপ্রিল সোমবার দুপুরে জামালপুর শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিএনপিনেতা খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দলীয় কার্যালয়ে অস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক বলেন, আমার বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ করা হয়েছে। সরকার তামাশা দেখার জন্য আমাকে অস্ত্র দেয়নি। মুছে ঘরে রেখে দেওয়ার জন্যও দেয়নি। নিরাপত্তার জন্য দিয়েছে। দলীয় কার্যালয়ে ছেলেকে মারধরের খবর পেয়ে আমি আমার লাইসেন্সকৃত পিস্তল নিয়ে সেখানে যাই। তারা আমাকেও মারধর করতে পারে এই আশঙ্কায় আমি পিস্তল প্রদর্শন করি।

তিনি আরও জানান, শহরের স্টেশন বাজার মোড়ে তার বড় ছেলে বাবুর নামে থাকা একটি ঘর গত ২৮ বছর ধরে জামালপুর জেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য তিনি বিনা ভাড়ায় দিয়েছেন। এ নিয়ে ১ এপ্রিল রাতে তার ছেলে ঘর মালিক ওই অফিসে কথা বলতে গেলে উপস্থিত নেতাকর্মীরা সবাই মারমুখী হয়ে উঠেন। ছেলের জীবন বাঁচাতে ও নিরাপত্তার স্বার্থে লাইসেন্সকৃত পিস্তল উঁচিয়ে তিনি ছেলেকে উদ্ধার করেন।

এছাড়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে ফিরে পেয়ে খুশি মা মালেহা

বিএনপি কার্যালয় প্রসঙ্গে সাবেক উপমন্ত্রী সিরাজুল হকের সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় অফিসে অভিযোগ করায় এবং তাকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। ৭ এপ্রিল সোমবার দুপুরে জামালপুর শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিএনপিনেতা খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দলীয় কার্যালয়ে অস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক বলেন, আমার বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ করা হয়েছে। সরকার তামাশা দেখার জন্য আমাকে অস্ত্র দেয়নি। মুছে ঘরে রেখে দেওয়ার জন্যও দেয়নি। নিরাপত্তার জন্য দিয়েছে। দলীয় কার্যালয়ে ছেলেকে মারধরের খবর পেয়ে আমি আমার লাইসেন্সকৃত পিস্তল নিয়ে সেখানে যাই। তারা আমাকেও মারধর করতে পারে এই আশঙ্কায় আমি পিস্তল প্রদর্শন করি।

তিনি আরও জানান, শহরের স্টেশন বাজার মোড়ে তার বড় ছেলে বাবুর নামে থাকা একটি ঘর গত ২৮ বছর ধরে জামালপুর জেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য তিনি বিনা ভাড়ায় দিয়েছেন। এ নিয়ে ১ এপ্রিল রাতে তার ছেলে ঘর মালিক ওই অফিসে কথা বলতে গেলে উপস্থিত নেতাকর্মীরা সবাই মারমুখী হয়ে উঠেন। ছেলের জীবন বাঁচাতে ও নিরাপত্তার স্বার্থে লাইসেন্সকৃত পিস্তল উঁচিয়ে তিনি ছেলেকে উদ্ধার করেন।

এছাড়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।