কালোবাজারে বিক্রি হয়ে যাওয়া সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দের ৫০ কেজি ওজনের প্লাস্টিকের বস্তাভরা ৩৯৮ বস্তা চাল, খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৩৬০টি খালি বস্তা উদ্ধার ও একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১৪। পলাতক কালোবাজারিচক্রকে খুঁজছে র্যাব। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি অভিযানিক দল ১১ নভেম্বর সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, জামালপুর সদর উপজেলার দমদমা এলাকায় বকুলতলার বাজার থেকে বোয়ালমারীগামী কাঁচা রাস্তার পাশে মোস্তাফিদুল ইসলাম লিংকনের রাইস মিলের সামনে রাস্তার ওপর একটি ট্রাকে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল সরকারি লোগো সম্বলিত বস্তা থেকে বের করে নতুন প্লাস্টিকের বস্তায় লোড করছে।
বিষয়টি র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের অনুমতিক্রমে জামালপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানাকে জানানো হয়। তিনি জামালপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আসাদুজ্জামান খানকে জানান। এছাড়াও বিষয়টি জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিহাবুল আরিফকে জানানো হয়।
পরে রাত সাড়ে ৮টার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সিহাবুল আরিফ এবং র্যাবের আভিযানিক দল ও টহল দল ঘটনাস্থলে পৌঁছুলে দেখতে পান যে, দমদমা এলাকার বকুলতলা বাজার থেকে বোয়ালমারীগামী কাঁচা রাস্তার পাশে মোস্তাফিদুল ইসলাম লিংকনের রাইস মিলে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল সরকারি লোগো সম্বলিত বস্তা থেকে বের করে নতুন প্লাস্টিকের বস্তায় লোড দেওয়া হচ্ছে।
ওই সংবাদের ভিত্তিতে র্যাব ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে ওই কাজের সাথে জড়িত রাইস মিলের মালিক কালোবাজারি মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ অন্যান্য অজ্ঞাতনামা কালোবাজারিরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। র্যাব সদস্যদের সহায়তায় জামালপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানা ট্রাকে লোড দেওয়া চাল পরীক্ষা করে ওই চাল জামালপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল হিসাবে শনাক্ত করেন।
একই সময় ওই রাইস মিলের উত্তর-পশ্চিম পাশে টিনশেড ঘরের মধ্যে তল্লাশি করে সরকারি লোগো সম্বলিত চালের বস্তা দেখতে পাওয়া যায়। ওই চালগুলো জামালপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চালের বস্তা। এ সময় উপপরিদর্শক (এসআই) সঞ্জয় পাল সকলের উপস্থিতিতে প্লাষ্টিকের বস্তায় ভরা ৩৯৮ বস্তা চাল, প্রতিটি প্লাস্টিকের বস্তায় মধ্যে ৫০ কেজি করে ৩৯৬টি ইনটেক বস্তায় ১৯ হাজার ৮০০ কেজি মোটা চাল পাওয়া যায়। অপর দুটি মুখ খোলা বস্তায় প্রতিটিতে ২০ কেজি করে মোট ৪০ কেজি মোটা চালসহ মোট ১৯ হাজার ৮৪০ কেজি চাল উদ্ধার করা হয। এই চালের মূল্য ৮ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। একই সাথে সেখান থেকে ৩৬০টি চটের খালি বস্তা, একটি ছয় চাকা বিশিষ্ট নীল ও হলুদ রংয়ের ট্রাক জব্দ করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক কালোবাজারি মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ তার সহযোগী কালোবাজারিরা দীর্ঘদিন ধরে এই ধরনের অসাধু কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। পলাতক মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ অজ্ঞাতনামা কালোবাজারি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে কালোবাজারির মাধ্যমে সরকারি জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের চাল অসাধু উপায়ে সংগ্রহ ও মজুদদারির মাধ্যমে তা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাজারে উচ্চ মূল্যে বিক্রি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারার অপরাধ করেছেন।
এ ঘটনায় জামালপুর সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পলাতক কালোবাজারি মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা কালোবাজারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। পলাতক কালোবাজারি মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা কালোবাজারিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লে করা হয়, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।