মাদারগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে বালিজুড়ী বাজারে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়। ২২ মে বিকালে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিট পুলিশিং সমাবেশ। ছবি: বাংলারচিঠিডটকম

সমাবেশে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব মাদারগঞ্জ সার্কেল অভিজিত দাস, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, মাদারগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. শওকত আলী, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন।

বিট পুলিশিং সমাবেশ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।