জামালপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, লাশ মর্গে

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত পরিচয়ের বাকপ্রতিবন্ধী একজন লোক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জামালপুর সদর থানা পুলিশ এবং হাসপাতাল সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে মাদারগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে জামালপুর জেনারেল হাসপাতালে আনায় হয়। ২৩ মে দুপুর ৩টায় মারা যান তিনি।

অজ্ঞাত পরিচয়ের লোকটির বয়স আনুমানিক ৫০ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ৫৩ কেজি। গায়ের রং শ্যামলা। পরনে ছিল একটি পুরাতন ব্যবহৃত কালো রঙের হাফ হাতা শার্ট ও কালো চেকের লুঙ্গি। তার মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।