বকশীগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় শিশু রাফিয়ার মৃত্যু

শিশু রাফিয়ার মৃত্যুতে স্বজনদের আহাজারি ও উৎসুক প্রতিবেশীদের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় রাফিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ মে সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। রাফিয়া আক্তার মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের মিশু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকার চর গ্রামের প্রাইভেটকার চালক মিশু মিয়ার স্ত্রী কাজল আক্তার তার তিন বছরের মেয়ে রাফিয়া আক্তারকে নিয়ে ২২ মে সকালে বাবার বাড়ি পৌর এলাকার কাগমারী পাড়ায় বেড়াতে যান। বিকেলে শিশু রাফিয়া আক্তার তার নানা কালাম মিয়ার সঙ্গে কাগমারীপাড়া গ্রামের পাকা রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাস্তা পার হতে গেলে একটি চলন্ত অটো ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় রাফিয়া আক্তার।

স্বজনরা তাকে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রাফিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।