প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : নেকজাহানকে ৫ উইকেটে হারিয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল

নেকজাহান হাই স্কুল বনাম বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ দলের ম্যাচ। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৮ মার্চের ম্যাচে নেকজাহান হাই স্কুল দলকে ৫ উইকেটে হারিয়েছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ দল।

বিসিবির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জিলা স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার চারটি স্কুল দল এতে অংশ নিচ্ছে।

ম্যাচের টস পর্ব। ছবি : বাংলারচিঠিডটকম

টসে জিতে নেকজাহান হাই স্কুল দলের অধিনায়ক রাব্বি প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ২১.১ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৮৯ রান। (সিক্ত ২৮, রাব্বি ৩/২২, রাফি ২/১২, জুয়েল ১/২৪, বিপুল ১/১৬, নিরব ১/০, রাজ দ্বীপ ১/৩, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৩০ রান)।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রাব্বির বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ দল। তারা ২২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯০ রানের জয়ের লক্ষে পৌছে যায়। ৫ উইকেটে ম্যাচ জিতেছে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এণ্ড কলেজ । ( আহাদ ৩২, নিহাল ২২*, রাব্বি ১০, মুকুল ৪/১৫, সোহাগ ১/১৮, বোলাররা অতিরিক্ত দিয়েছে ১২ রান)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের আহাদ। ম্যাচ আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর ও সৌম্য দ্বীপ বসু।